ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নের টানা দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রব আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সোমবার বিকাল সাড়ে ৩ টায় তিনি সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়েকের টুলপ্লাজা এলাকায় ইউনিয়নের উন্নয়ন কাজ পরিদর্শন কালে হঠাৎ অসুস্থ হয়ে মাঠিতে লুটিয়ে পরেন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রব। এসময় স্থানীয়রা তাকে দ্রুত সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৫৭) বছর। চেয়ারম্যান আব্দুর রব তিন পুত্র তিন কন্যা ও দুই স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় সাদিপুর ইউনিয়নের শাহ তাজ উদ্দিন (রাঃ) মাজার প্রাঙ্গনে নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান আব্দুর রবের মৃত্যুতে সাদিপুর ইউনিয়নসহ ওসমানীনগরে শোকের ছায়া নেমে এসছে।