সিলেটপোস্ট ডেস্ক::আনন্দ নিকেতন, গ্রামার, রাইজ, বিবিআইএসসি, স্কলার্সহোম,খাজাঞ্চিবাড়ি সহ সিলেটের সকল ইংলিশ মিডিয়াম স্কুলে করোনা কালীন সংকটে শিক্ষার্থীদের ৫০% ফি মওকুফের দাবীতে আগামী ১৮জুলাই শনিবার দুপুর ১২ টায় শহীদ মিনারে সিলেট ইংলিশ মিডিয়াম অভিভাবক এসোসিয়েশনের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হবে। হাজারও ছাত্র ছাত্রী ও অভিভাবকদের স্বার্থে এ কর্মসূচীতে সুশীল ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ এবং অভিভাবকদের যোগ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।।
সভায় বক্তারা বলেন,ইংরেজি শিক্ষা বর্ষ শুরু হওয়ায় ফির টাকার জন্য শিক্ষার্থী, অভিভাবকদের চাপে ফেলেছে স্কুল গুলো। বিপাকে পড়েছেন শিক্ষার্থী, অভিভাবকরা। উদ্যেগ উৎকন্ঠায় দিন কাটছে তাদের। করোনার প্রাদুর্ভাবে অভিভাবকরাও বিপর্যস্ত। এমতা অবস্হায় সকলকে খেয়াল রাখতে হবে যাতে একটি শিশুও স্কুল থেকে ঝরে না পড়ে। স্কুল কতৃপক্ষকে ৫০% ফি মওকুফের মধ্য দিয়ে মানবিকতা নিয়ে শিশু শিক্ষার্থীদের পাশে দাড়ানোর আহব্বান জানানো হয়।