
প্রতিবেশী সুত্রে জানা গেছে , বিকেলে শিশুটি তাদের বাড়ির পেছনে খেলা করছিল। এসময় সবার অজান্তে বন্যার পানিতে ডুবে যায় সে। পরিবারের লোকেরা খোঁজাখুজি করে তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
সাথে আসা স্বজনর জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পর খোঁজ করেও কোন চিকিৎসক পাননি। নিহত শিশু মাহফুজার দাদা আব্দুল খালিক বলেন, আমার নাতনিকে নিয়ে জরুরি বিভাগে এসে কাউকেই পাইনি। এসময় আমরা চিৎকার চেচামেচি করতে থাকলে আধঘন্টা পর একজন জরুরী বিভাগে আসেন। তিনি ফোন দেয়ার পর একজন মহিলা ডাক্তার এসে আমার নাতনি মৃত বলে জানান। তিনি বলেন, আমরা উপজেলা চেয়ারম্যান সাহেবকে বিষয়টি জানিয়েছি।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, ডাক্তার না পাওয়ার অভিযোগটি ভিত্তিহীন। জরুরী বিভাগে কোন মেডিকেল অফিসার ডিউটি করেননা। ডিউটিরত স্টাফ শিশুটিকে মৃত বলে জানালেও স্বজনরা মেডিকেল অফিসার ডাকতে বলেন।তাঁদের দাবি পরিপ্রেক্ষিতে তৎক্ষনাৎ হাসপাতাল সংলগ্ন কোয়ার্টার থেকে পাঁচ মিনিটের মধ্যেই ডা. মনি রাণীকে ডেকে নিয়ে আসছে। তিনিও শিশুটির পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে জানিয়েছেন।