সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ লাইনের তারের সাথে ঝুলে এক ডিস লাইনম্যানের মৃত্যু হয়েছে। তার নাম মোঃ ছমির মিয়া(৪২)। সে পৌর শহরের লুদরপুর গ্রামের মৃত কদরিস আলীর ছেলে। আজ শুক্রবার বিকেলে এই দর্ূঘটনাটি ঘটেছে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় আজ ঘটনার সময় তিনি ডিস লাইনের কাজ করার জন্য বিদ্যুৎ লাইনের খুটিতে উঠা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারের সাথে ঝুলে থাকেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ও বিদ্যুৎ লাইনের লোকজন ঘটনাস্থলে এসে লাশ নামানো হয়।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি মোঃ ইখয়িার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান লাশ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।