সিলেটপোস্ট ডেস্ক::সিলেট নগরীর বিমানবন্দর থানাধীন দাপনটিলা এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ রুবেল ইসলামকে (২৭) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। সে দাপনাটিলা (নাকচানড়া) এলাকার জালাল মিয়ার ছেলে।
ইয়াবা উদ্ধারের ঘটনায় বিমানবন্দর থানায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই আকবর হোসেন বাদী হয়ে থানায় গ্রেফতারকৃত রুবেলকে আসামী করে মাদক আইনে মামলা দায়ের করেন।
শুক্রবার (১৭ জুলাই) পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। এরআগে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান চালায়।