সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের নতুন করে আরো ৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষার পর এই রোগীরা শনাক্ত হন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন- ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ১৫, হবিগঞ্জের ২৩ ও মৌলভীবাজারের ২৮ জন রয়েছেন। কয়েকজন চিকিৎসকও আক্রান্ত হয়েছে বলে জানান তিনি।
এদিকে- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরো ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ৭৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে এই রোগীরা শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে সিলেটের ৯ ও সুনামগঞ্জ জেলার ২০ জন রয়েছেন।
সিলেটে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে।