সিলেটপোস্ট ডেস্ক::১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য লামাবাজার বিলবার শ্যাম সুন্দর আখড়া
নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী নান্টু গুনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ
করেছেন মহানগর আওয়ামী লীগের অন্যতম নেতা এডভোকেট প্রদীপ কুমার
ভট্রাচার্য্য, দিবাকর ধর রাম, সাবেক বন ও পরিবেশ বিষয়েক সম্পাদক সাবেক
কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ, সাবেক কাউন্সিলার চন্দন রায়, কাউন্সিলার
সান্তুনু দত্ত সন্তু,সাবেক তথ্য ও গবেষনা বিষয়েক সম্পাদক তপন মিত্র,
মহানগর আওয়ামী লীগ নেতা সুদীপ দেব, বলাই দত্ত, বিমল চৌধুরী, জগৎজোতি দাশ
টুটুল, শ্যামল চৌধুরী, উত্তম চৌধুরী, কাঞ্চন দাস, সঞ্জয় পাল, শাহ আকরাম
রতন, এডভোকেট বিজয় কুমার দেব, নির্মলেন্দু দে নিমন, বিভু দাশ গুপ্ত,
গোপাল সেন, সাবেক কাউন্সিলার এডভোকেট আব্দুর রকিব বাবলু, সাবেক ছাত্রনেতা
মহানগর যুবলীগ নেতা আনিসুর রহমান তিতাস প্রমুখ।
১৯ জুলাই রোববার এক শোক বার্তায় নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা
ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অদ্য ১৯ জুলাই রবিবার দুপুর ১টায় স্থানীয় একটি হাসপাতালে ১১নং
ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নান্টু গুন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ
করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ১
ছেলে, ১মেয়ে, ভাই, বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি