সিলেটপোস্ট ডেস্ক::সিলেট বিভাগে একদিনে আরও ৮৯ জন মহামারি করোনাক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। রোববার (১৯ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে টেস্টে তাদের শরীরে এই প্রাণঘাতি ভাইরাসটি ধরা পড়ে। এর মধ্যে চিকিৎসক এবং পুলিশ সদস্যও রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৮৯ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এই ৮৯ জনের মধ্যে সিলেট জেলার ৫০, সুনামগঞ্জের ৮ ও মৌলভীবাজারের ২৭ জন রয়েছেন।
তিনি বলেন, সিলেটের ৫০ জনের মধ্যে কয়েকজন চিকিৎসক এবং পুলিশ সদস্যও রয়েছেন। চিকিৎসকরা ওসমানী হাসপাতাল ও সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ যক্ষা হাসাপাতালে কর্মরত।