সিলেটপোস্ট ডেস্ক::সারা বাংলাদেশ এখন করোনা আতংকে ধুঁকছে , সিলেট এ থেকে ব্যতিক্রম নয়। ডাক্তাররা নিজেদের সাধ্যমত উজাড় করে দিচ্ছেন ,তাদের একজন ডা: আব্দুল মূয়ীদ রবিন । তিনি জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল থেকে ২০১১ সালে এমবিবিএস ডিগ্রী সম্পন্ন করেন। পরবর্তীতে বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হন | পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং সম্পন্ন করেন | বর্তমানে এফসিপিএস মেডিসিন শেষ পর্বে অধ্যায়নরত আছেন| বর্তমানে সিলেট এম ও জি ওসমানী মেডিকেল কলেজে ইনডোর মেডিক্যাল অফিসার হিসাবে হাসপাতালে কর্মরত।
করোণা মহামারীর প্রাদুর্ভাবে যখন সিলেটবাসী চিকিৎসা সেবা সহজে পাচ্ছিলেন না ঠিক সেই মুহুর্তে সাহসী সম্মুখ যোদ্ধা ডা: রবিন সিলেট ওসমানী মেডিকেলে ইয়োলো জোনে করোনা রোগীদের সেবা দিচ্ছেন । পাশাপাশি খবরটি প্রস্তুত করতে গিয়ে জানা যায়,
ডা: রবিনের সাথে যোগাযোগ করলে কারো বাসায় চিকিৎসা সেবার প্রয়োজন পড়লে চিকিৎসা দেওয়ার জন্য দ্রুত চলে যান। তিনি করোণা মহামারীর শুরুর দিকে শামসুদ্দিন হাসপাতাল নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করেছেন। বর্তমান পরিস্থিতিতে ডা: রবিন মানুষের কথা চিন্তা করে সকাল থেকে গভীররাত পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছেন। তার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, জীবন দিয়েছেন আল্লাহ, তাই এই জীবনে মানুষের এই করুণ পরিস্থিতিতে নিজেকে বিলিয়ে দেওয়ার মত শান্তি আর কিছুতে নাই। যেকোন প্রয়োজনে আরও বিপদজনক অবস্থার সৃষ্টি হলেও ইনশাআল্লাহ আমৃত্যু তিনি মানুষের সেবায় থাকবেন।