সিলেটপোস্ট ডেস্ক::মহামারি করোনাকালে নিয়মিত অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম। সালামের উদ্যোগে ও তাঁর পরিবারের দ্বারা পরিচালিত বিবি ট্রাস্টের পক্ষ থেকে এবার অসহায়, দরিদ্র মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। সিলেট-৩ আসন তথা দক্ষিণ সুরমা, মোগলাবাজার, ফেঞ্চুগঞ্জ প্রভৃতি এলাকায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বিতরণ করা হবে এসব খাদ্যসামগ্রী।
বিএনপি নেতা ব্যারিস্টার এম এ সালাম এক সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে শুরু হবে খাদ্যসামগ্রী বিতরণ। মোগলাবাজার থেকে শুরু হবে বিতরণ কার্যক্রম।
তিনি জানান, খাদ্যসামগ্রীর মধ্যে চাল, সয়াবিন তেল, ডাল, পেঁয়াজ, হলুদ, মরিচসহ মাংস রান্নার বিভিন্ন ধরনের মসলা, সেমাই প্রভৃতি রয়েছে। বর্তমানে খাদ্যসামগ্রী প্যাকেট করার কাজ চলছে।