সিলেটপোস্ট ডেস্ক::মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের মক্কা নগরীতে রাউজানের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত প্রবাসীর নাম আলহাজ্ব মো. সোলায়মান (৫০)। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাত আট টার সময় তিনি মারা যান (ইন্না লিল্লাহে…রাজিউন)। ওই প্রবাসী উপজেলার ডাবুয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের আরব নগর এলাকার মৃত সিদ্দিক আহমদের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলেসহ আত্মীয়স্বজন রেখে যান।
স্থানীয়রা জানান, মারা যাওয়া আলহাজ্ব মো. সোলায়মানের শরীরে করোনা উপসর্গ থাকায় পবিত্র মক্কা নগরীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার রাত আট টার দিকে অবস্থার অবনতি হয়ে মারা যান চট্রগ্রাম রাউজানের এই প্রবাসী। অনেক বছর ধরে প্রবাস জীবনে আছেন তিনি।
অত্যন্ত সজ্জন পরোপকারী ও অতিথিপরায়ন মানুষ ছিলেন আলহাজ্ব মো. সোলায়মান। তার মৃত্যুতে এলাকায় ও মক্কাস্থ প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।