সিলেটপোস্ট ডেস্ক::চিকিৎসার জন্য দেশ ছেড়েছেন কুয়েতের ৯১ বছর বয়সী আমির শেখ সাবাহ আল-আহমদ আল-সাবাহ। বৃহস্পতিবার তিনি উন্নত চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এ খবর দিয়েছে আরব নিউজ।
এ সপ্তাহের প্রথম দিকে হঠাৎ করেই হাসপাতালে ভর্তি হন তিনি। তখন জানানো হয়েছিল, সাধারণ চেক আপের জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তবে পরেই আবার জানানো হয়, তার সার্জারি চলছে এবং সেটি সফল হয়েছে। এরপর বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে তার শারিরীক কি সমস্যার জন্য তিনি যুক্তরাষ্ট্র যাচ্ছেন তা জানানো হয়নি। শেখ সাবাহ ২০০৬ সাল থেকে কুয়েত শাসন করছেন।
তার অবর্তমানে ক্ষমতা বুঝে নিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স।