সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের সোনাপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবক খুন হয়েছেন। নিহত যুবকের নাম রাহিদ মিয়া (২৫)। তিনি মোগলাবাজার ইউনিয়নের সোনাপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে সোনাপুর গ্রামে কয়েকজন যুবকের সাথে মারবেল খেলছিলেন নিহত রাহিদ। এসময় তাদের প্রতিপক্ষ একই গ্রামের আতিক মিয়া, নজরুল মিয়া, রুপা মিয়া ও মুজিব মিয়া দলবল নিয়ে রাহিদকে খেলা থেকে ধরে নিয়ে যান। পার্শ্ববর্তী হাছন আলীর বাড়ির সামনে নিয়ে তার উপর হামলা চালান তারা। হামলায় গুরুতর আহত রাহিদকে স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথে মারা যান।
জানা গেছে, নিহত রাহিদের পরিবারের সাথে হামলাকারীদের একটি মামলা চলমান। এই মামলায় নিহত রাহিদের বাবা ফজলু মিয়া বর্তমানে জেল হাজতে রয়েছেন।
মোগলাবাজার থানার ওসি সাহাবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।