জগন্নাথপুর প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো এক জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় ১০৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১০০ জন সুস্থ হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই ) রাত ১০টার দিকে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে প্রকাশিত কোভিড–১৯ পরীক্ষার রিপোর্টে জগন্নাথপুর উপজেলায় নতুন আরও ১ জন ব্যক্তি পজেটিভ সনাক্ত হয়েছেন। আক্রান্ত ব্যাক্তি পৌরসভার বাসিন্দা। আক্রান্ত ব্যাক্তি নমুনা দিয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় উনার নিজ বাড়িতে চলে গেছেন। অত্র এলাকার সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগকে জানিয়ে দেয়া হয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর জানান, উপজেলায় এখন পর্যন্ত সর্বমোট ১০৮ জন ব্যক্তি কোভিড–১৯ পজেটিভ হয়েছেন। এর মধ্যে মোট ১০০ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছেন, ১জন সিলেট হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং ৭ জন নিজেদের বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসাধীন আছেন।