জগন্নাথপুর প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় মৎস্য সপ্তাহ– ২০২০ উপলক্ষে উপজেলা প্রশাসন হতে মৎস্য পোনা ধ্বংসকারী নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (২৫জুলাই) দুপুরে উপজেলার চিলাউড়া বাজারে প্রায় ৭০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারা মোতাবেক উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের আব্দুল রউফের ছেলে মো. রোকন মিয়া (৩০)কে ২ হাজার টাকা ও একই ইউনিয়নের বুড়াখালী গ্রামের আব্দুল মালিকের ছেলে মকসুদ মিয়া(২৭)কে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
জব্দকৃত ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল তাৎক্ষণিক ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. ইয়াসির আরাফাত। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আখতারুজ্জামান এবং জগন্নাথপুর থানার এস আই মির্জা সাফায়েত হোসেন সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।