সংবাদ শিরোনাম
দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় ৭১ টি গরুসহ চোরাকারবারি আটক  » «   হুমায়ুন রশিদ চত্বরে চাদাঁবাজ সন্ত্রাসীদের কাছে জিম্মি অটোরিক্সা চালক শ্রমিকরা-অভিযোগ  » «   ১ মন গাঁজাসহ সিলেটের ৩ কারবারি নবীগঞ্জে আটক  » «   প্রবীণের বুদ্ধি নবীনের শক্তির সমন্বয়ে সমাজের অন্যায় অবিচার দূর করতে হবে-জেলা প্রশাসক শেখ রাসেল হাসান  » «   জৈন্তাপুরে কর্মরত সাংবাদিকদের সাথে জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাসিক প্রেস-ব্রিফিং  » «   গোয়াইনঘাটে পানিতে পড়ে শিশুর মৃত্যু  » «   যাদুকাটায় নৌকা ডুবে পাথর শ্রমিকের মৃত্যু  » «   দোয়ারাবাজারে অবৈধ ভাবে বসত ঘরসহ দোকান পার্ট নির্মান ও রাস্তার গাছ কাটার অভিযোগ  » «   সিলেটে জন্ম নিবন্ধন করাতে গিয়ে বিপাকে পড়ছেন অভিভাবকরা  » «   সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‍্যালি অনুষ্ঠিত  » «   দক্ষ জনশক্তি দেশ বিদেশের শ্রমবাজারে অবদান রাখবে-শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  » «   খালেদা জিয়ার মুক্তি ও বিদেশযাত্রা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে-নাসিম হোসাইন  » «   দোয়ারাবাজারে ভারতীয় চিনিসহ আটক ২    » «   দোয়ারাবাজারে চোরাইপথে আসা ভারতীয় ৩৬ গরুসহ আটক ৮  » «   চুনারুঘাটে বানের পানির মত আসছে বিভিন্ন প্রকার মাদক  » «  

করোনার পুনরুত্থান, স্পেন ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নির্দেশ যুক্তরাজ্যের

সিলেটপোস্ট ডেস্ক::স্পেন ফেরতদের ১৪দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য। সম্প্রতি সেখানে করোনাভাইরাসের (কোভিড-১৯) পুনরুত্থান ঘটার পরপরই স্থানীয় সময় শনিবার এ নির্দেশ দেয়া হলো। স্পেন কর্তৃপক্ষ যুক্তরাজ্যের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

খবরে বলা হয়, কেবল যুক্তরাজ্য নয়, স্পেন ফেরতদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে নরওয়েও। এছাড়া জার্মানি স্পেন ফেরতদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করার চিন্তা করছে। সম্প্রতি স্পেনের কিছু অংশে করোনার পুনরুত্থান হয়েছে। দুই দিনে শনাক্ত হয়েছে প্রায় ১০০০ করোনা আক্রান্ত।

যুক্তরাজ্য সরকার স্পেনকে ভ্রমণের জন্য নিরাপদ দেশের তালিকা থেকে সরিয়ে ফেলেছে।

এক বিবৃতিতে বৃটিশ পরিবহণ মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, পাবলিক হেলথ ইংল্যান্ডের সঙ্গে মিলে জয়েন্ট বায়োসিকিউরিটি সেন্টার নতুন তথ্যের ভিত্তিতে স্পেনের করোনা পরিস্থিতি মূল্যায়ন আপডেট করেছে। যার ফলে ইংল্যান্ড, স্কটল্যান্ড ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে আসার পর কোয়ারেন্টিনের প্রয়োজন নেই, এমন দেশের তালিকা থেকে স্পেনকে সরিয়ে ফেলা হয়েছে। আমরা সবসময়ই স্পষ্ট ছিলাম যে, প্রয়োজন হলে যেকোনো দেশকে এ তালিকা থেকে বাদ দেয়া হবে। তবে, স্থানীয় সময় শনিবার রাত ১১টার মধ্যে যারা যুক্তরাজ্যে পৌঁছেছেন তারা এ নির্দেশনার আওতায় পড়বেন না। নতুন নির্দেশনার মানে হলো, স্পেন থেকে যুক্তরাজ্যে যাওয়া যেকোনো ব্যক্তিকে ১৪ দিন সেল্ফ-আইসোলেশনে থাকতে হবে।

তবে স্থানীয় গণমাধ্যম অনুসারে, বৃটিশ পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপস বর্তমানে হয়তো স্পেনে অবস্থান করছেন বা সেখানে যাওয়ার প্রক্রিয়াধীন রয়েছেন। বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় আবশ্যক না হলে স্পেনের মূল ভূখণ্ডে জনগণকে ভ্রমণ না করতে আহ্বান জানিয়েছে। তবে এ নির্দেশনার বাইরে রয়েছে স্পেনের ক্যানারি ও বালেরিক দ্বীপপুঞ্জ। যদিও সেখান থেকে ফেরত আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছে, তারা যুক্তরাজ্যের সিদ্ধান্তকে শ্রদ্ধা করে। এ সিদ্ধান্তে ব্যাপক ক্ষতিগ্রস্থ হবে স্পেনের পর্যটন বিভাগ। গত বছর দেশটির ২০ শতাংশের বেশি-বিদেশি পর্যটক ছিল বৃটিশরাই। দেশটির অর্থনীতির ১২ শতাংশই পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল।

এদিকে, স্পেনে ভ্রমণ কঠোর করছে অন্যান্য দেশও। জার্মানি শনিবার জানিয়েছে, তারা স্পেনসহ করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা জায়গা থেকে ফেরতদের বাধ্যতামূলক করোনা পরীক্ষার কথা চিন্তা করছে। নরওয়ে ইতিমধ্যে স্পেন ফেরতদের ওপর ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নির্দেশ জারি করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.