জগন্নাথপুর প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুরে নতুন করে আরো ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় ১০৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১০৩ জন সুস্থ হয়েছেন। তবে উপজেলায় এই প্রথম বারের মত একজন সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই ) রাত ১১টার দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে একজন জগন্নাথপুর পৌর এলাকার বাসিন্দা বেসরকারী টেলিভিশন বাংলা টিভি ও জাতীয় দৈনিক আমাদের সময়ের জগন্নাথপুর উপজেলার প্রতিনিধি গোবিন্দ দেব এবং অন্যজন মিরপুর ইউনিয়নের বাসিন্দা। রবিবার (২৬ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মাকসুদা আক্তার রিমি এর নেতৃত্বে একটি মেডিকেল টীম প্রাথমিক পরীক্ষা শেষে আক্রান্ত ব্যক্তিদেরকে হোম আইসোলেশনে রাখেন এবং চিকিৎসা সহ পরবর্তী স্বাস্থ্যবার্তা প্রদান করেন। এছাড়াও উনাদের পরিবারের সবাইকে শতভাগ হোম কোয়ারান্টাইনে থাকা নিশ্চিতকরন সহ আশেপাশের বাড়িগুলোকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্ক অবস্থা অবলম্বন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এসময় মেডিকেল টীমে ছিলেন স্বাস্থ্য সহকারী সুমন্ত দেবনাথ,জীবন কুমার বনিক এবং এম্বুলেন্স চালক প্রাণেশ চন্দ্র দাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর জানান, জগন্নাথপুর উপজেলায় এখন পর্যন্ত সর্বমোট ১১০ জন ব্যক্তি ‘কোভিড–১৯‘ পজিটিভ হয়েছেন। এরমধ্যে নতুন ঘোষিত ৩ জন সহ সর্বমোট ১০৩ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছেন, ১ জন সিলেট হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং ৬ জন নিজেদের বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসাধীন আছেন।