সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের বিশ্বনাথ উপজেলার মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন সৈয়দপুর সদুরগাওঁ ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও লন্ডন প্রবাসী আলহাজ্ব মোঃ বিলাল আহমদ এর অর্থায়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ২৫ জুলাই বাদ যোহর ৪১ টি গরীব ও অসহায় পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি আখতার আহমদ, সাবেক সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম, যুগ্ম সম্পাদক সাইফুল করিম, সহ- সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, প্রচার সম্পাদক আঃশহিদ, সহ-প্রচার সম্পাদক তোফায়েল আহমদ, সদস্য,লুৎফুর রহমান,ফরহাদ আহমদ,শাহিন আহমদ,ইমাদুল ইসলাম,লুকমান আহমদ,জয়নাল, জুবেল,মাছুম আহমদ প্রমুখ।তাদের এই উদ্যোগকে স্বাগতম জানিয়েছে মানাবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি(মাপসাস)এর সিলেট বিভাগীয় কমিটির সদস্য লুৎফুর রহমান সিকদার।
ঈদ সামগ্রীতে ছিল, তেল ১ লিটার,মরিস ১০০ গ্রাম,হলুদ ১০০ গ্রাম, বাখর ১০০ গ্রাম, পাঁচপুরন ১টি,মাংস মসলা ১টি, পিয়াজ ২ কেজি, আলো ২ কেজি,আটা ২ কেজি,লাচ্ছি ১টি, ডাল ১ কেজি আদা ২৫০ গ্রাম।