সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম লাভলু শিকদার (৪০)। নিহত ব্যক্তি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার আরিয়ারা গ্রামের বদিয়ার শিকদারের ছেলে তিনি।
সোমবার দুপুরে উপজেলার পাগলা বাজার সংলগ্ন ডাবর ব্রিজের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে(ঢাকা মেট্রো চ- ১৩-৮৪৪৭) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডাবর ব্রিজের সাথে মাইক্রোবাসটি ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের মধ্যখানে উল্টে গিয়ে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা ঐ ব্যাক্তি নিহত হন। হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সাহায্যে তাকে উদ্ধার কর হয়।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজি মোক্তাদির হোসেন চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।