সিলেটপোস্ট ডেস্ক::পর্যটকের ছদ্মবেশে সিলেটের জাফলংয়ে ট্যুরিস্ট গাইড কাম ফটোগ্রাফার সাদ্দাম হোসেনকে হত্যা করে হত্যা করে এবং তার সাথে থাকা মোবাইল ও ক্যামেরা নিয়ে পালিয়ে যায় নারায়নগঞ্জের ২ ঘাতক। ছায়াতদন্তে নেমে সিলেটের পিবিআই ক্লুলেস এ হত্যাকান্ডের রহস্য উন্মোচনের পাশাপাশি গত সোমবার সন্ধ্যায় নারায়নগঞ্জ থেকে ২ ঘাতককে গ্রেফতার করে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই সিলেটের পুলিশ সুপার মো. খালেদ উজ জামান।
গ্রেফতারকৃত ঘাতকরা হলো নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের দীন ইসলামের ছেলে মো. হুমায়ুন এবং একই এলাকার মো. সানীর ছেলে মো. সজল। এ সময় তাদের কাছ থেকে হত্যাকান্ডের পর লুন্ঠিত ক্যামেরাসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
গত ১৫ জুলাই জাফলং বন বিটের গ্রিনপার্ক এলাকা থেকে সাদ্দামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেন।