কানাইঘাট প্রতিনিধি::সিলেটের কানাইঘাটে বন্যার্ত মানুষের মাঝে সূচনা প্রকল্পের পক্ষ থেকে নগদ অর্থ ও হাইজীন কীট বিতরন করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন কমপ্লেক্সে স্থানীয় ২০৫ জন বন্যাক্রান্ত সূচনা উপকার ভোগীদের মধ্যে শর্ত হীন এসব নগদ অর্থ ও হাইজীন কীট বিতরন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সূচনা প্রকল্পের সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার বিশ্বজিৎ রায়, এ ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ফিশের অশোক সরকার, এফআইভিডিবি কেন্দ্রীয় অফিসের কো-অর্ডিনেটর দেলোয়ার হোসেন, আজিম উদ্দীন, সূচনা প্রজেক্ট ম্যানেজার ফাহিম সরওয়াত, উপজেলা কো-অর্ডিনেটর গৌতম দাশ, নিওট্রেশন অফিসার এ কে শামীম আহমদ, জেসিডিও এনামুল হক, ইউনিয়ন কো-অর্ডিনেটর জয়নাল উদ্দীন, আরমান মাহমুদ, কামরুজ্জামান, ইমার্জেন্সী প্রজেক্ট অর্গেনাইজার মাহমুদ হোসাইন, ইউপি সচিব রিপন দাস প্রমুখ। জানা যায় স্টার্ট ফান্ড বাংলাদেশের অথায়নে নর্থ ইষ্টার্ণ ফ্লাড রেসপন্স প্রজেক্টের মাধ্যমে উপকার ভোগীদের হাতে নগদ তিন হাজার টাকাসহ গুলোহছে, গোসলেন সাবান, ডিটারজেন্ট পাউডার, স্যানিটারী ন্যাপকিন, সাজিকেল মাস্ক, প্লাস্টিক মগ, ঢাকনা ও টেপযুক্ত বালতি এবং কোভিড-১৯ এর সচেতনতা মূলক লিফলেট তুলে দেওয়া হয়। উল্লেখ্য বর্তমানে কানাইঘাট উপজেলায় ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউকে এইডের অর্থায়নে সেভ দ্য চিলড্রেনের কারিগরী সহায়তায় এফআইভিডিবি কতর্ৃক অপুষ্টি চক্র প্রতিরোধে সূচনা প্রকল্প পরিচালিত হচ্ছে।