কানাইঘাট প্রতিনিধি::সিলেটের কানাইঘাটে বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার পৌরসভার রামপুর স্কুল মাঠে প্রায় শতাধিক অসহায়দের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরন করা হয়। এ সময় কাউন্সিলর শরীফুল হকের সভাপতিত্বে ও উপজেলা তাতীলীগের সদস্য সচিব বিধু লাল দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দরিদ্রদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন রেড-ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যনিবার্হী পরিষদের সদস্য, জেলা আওয়ামীলীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাতবাঁক ইউপি’র সাবেক বার বার নিবার্চিত চেয়ারম্যান আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী হাজী আবুল বশর, জামাল কম্পিউটারের সত্বাধিকারী সমাজ সেবক জামাল উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। ঈদ সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ বলেন, যে কোন দুর্যোগের সময় বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটি আপনাদের পাশে রয়েছে। অতিতের সকল বন্যা সহ দুর্যোগের সময় এ এলাকার মানুষের পাশে এসে দাড়িয়েছিল রেড-ক্রিসেন্ট সোসাইটি। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবে এ সংগঠনটি। পরিশেষে তিনি বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সিলেট-৫ আসনের এমপি আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার সহ সকল নেতৃবৃন্দের দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।