সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সুনামগঞ্জ সদর উপজেলায় অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের গবাদিপশুর জন্য গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলা নয়টি ইউনিয়ন ও পৌর শহরের ক্ষতিগ্রস্ত ১৩৫জন ক্ষতিগ্রস্ত গবাদি পশুর মালিকদের প্রত্যেককে ১ কেজি করে এসব গো-খাদ্য তুলে দেন সদর উপজেলা নিবার্হী অফিসার ইয়াসমিন নাহার রুমা। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান এড.আবুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আব্দুল আওয়াল ভূইয়া এবং সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গরা। গো-খাদ্য বিতরণকালে নিবার্হী অফিসার ইয়াসমিন নাহার রুমা বলেন অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ সদর উপজেলার গ্রামগুলি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় অসহায় মানুষগুলি তাদের গবাদিপশুর খাদ্য সংকটে রয়েছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত গবাদি পশুর গো-খাদ্য ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করছি। এবং ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা করে এসব গো-খাদ্য বিতরণ করার আশাবাদ ব্যাক্ত করেন।