সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের লাক্কাতুরা এলাকার সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বসানো অস্থায়ী পশুর হাট বন্ধের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
বুধবার (২৯ জুলাই) ভার্চ্যুয়াল আদালতে জনস্বার্থে এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারক তারিকুল হাকিমের পশুর হাট না বসানোর আদেশ দেন। স্কুল মাঠে হাটের জন্য বসানো সকল স্থাপনা সরিয়ে নেওয়ারও নির্দেশ দেন আদালত।
লাক্কাতুরার স্কুল মাঠে ঈদ উপলক্ষ্যে পশুর হাট বসানোর জন্য ইজারা প্রদান করে সিলেট সদর উপজেলা প্রশাসন। গত শুক্রবার থেকে এই মাঠে হাট বসানোর কাজ শুরু হয়। স্কুল মাঠসহ আশপাশের স্থাপনা ও মাঠে রোপন করা গাছের চারা ক্ষতিগ্রস্থ হওয়ার শঙ্কা ও করোনা সংক্রমণের ঝুঁকির কারণে এই মাঠে হাট বসানোর ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন অনেকে। কিন্তু সেই আপত্তি আমলে না নিয়েই চলছিলো হাটের কার্যক্রম।
এরপর হাই কোর্টের আইনজীবী মোস্তাক আহমদ চৌধুরী জনস্বার্থে হাইকোর্টে ভার্চ্যুয়ালি এই হাট বন্ধে রিট আবেদন করেন। তার আবেদনের প্রক্ষিতে আদালত হাট বন্ধের আদেশ দেন।