সিলেটপোস্ট ডেস্ক::চব্বিশ ঘন্টার মধ্যে কোরবানীর বর্জ্য অপসারণে মাঠে কাজ শুরু করেছে সিলেট সিটি করপোরেশন। শনিবার সকালে ধর্মপ্রাণ মুসল্লিদের কোরবানী শেষ হওয়ার পর দুপুরের পর থেকে বর্জ্য অপসারণ কাজ শুরু করে সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা।
কোরবানির বর্জ্য অপসারণের লক্ষে সিলেট সিটি করপোরেশনে কয়েক স্তরে ১২শ পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। ২৪ ঘন্টার মধ্যে পরিচ্ছন্নতার কাজ শেষ করতে নগরীকে ৩টি জোনে ভাগ করে সিসিকের ৯ টি মনিটরিং টিম গঠন করা হয়েছে। বর্জ্য অপসারণের পরপর জীবানুমুক্তকরণে নগরজুড়ে জীবানুনাশক স্প্রে করা হবে জানিয়েছে সিলেট সিটি করপোরেশন।