সিলেটপোস্ট ডেস্ক::ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুরের পীর জামশেদ আলম ওরফে ফুল হুজুর ৭৩ বছর বয়সে ২৩ বছর বয়সী এক কলেজছাত্রীকে বিয়ে করেছেন। গত বুধবার দুপুরে ১০ লাখ টাকার কাবিনে ঢাকার আদালত এলাকায় ফুল হুজুরের তরিকার প্রধান দরবারে বিয়ে সম্পন্ন হয়েছে। ফেনী জিয়া মহিলা কলেজের অনার্স পড়ুয়া ছাত্রী তানজিনা আক্তার (২৩) ফুল হুজুরের আদর্শে অনুপ্রাণিত হয়। এক পর্যায়ে ফুল হুজুর তার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দিলে ওই ছাত্রী তা গ্রহণ করেন। তানজিনা বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া গ্রামের নুর বক্স মিয়াজী বাড়ির প্রবাসী দুলালের মেয়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ফেনী সদর উপজেলার ফকিরহাট এলাকায় নিজের মুরিদদের আহ্বানে মাঝে মধ্যে অবস্থান করতেন নবাবপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের এলাকার ফুল হুজুর। এ সুবাদে স্থানীয় নারী-পুরুষ অনেকের সাথেই তার পীর-মুরিদী সম্পর্ক গড়ে ওঠে। ছাত্রীর নানা নুর করিম বিয়ের অনুষ্ঠান শেষে জানান, তার নাতনি ফুল হুজুরের মুরিদ। বুধবার দুপুরের দিকে ১০ লাখ টাকা কাবিনে ঢাকার আদালত এলাকায় ফুল হুজুরের তরিকার প্রধান দরবারে বড় আয়োজনে বিয়ে সম্পন্ন হয়। হুজুরের সাথে নাতিনের বিয়ে দিতে পেরে নানা নুর করিম খুশি।
এদিকে ফুল হুজুরের এক মুরিদ জানান, ৭৩ বছর বয়স পর্যন্ত হুজুর বিয়ে বন্ধনে আবদ্ধ হননি। কাতালিয়ার ছাত্রী আগে থেকেই হুজুরের আদর্শে অনুপ্রাণিত ছিলেন। হুজুর স্বপ্ন যোগে বিয়ের নির্দেশনা পেয়ে বৃদ্ধ বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এতে রাষ্ট্রীয় অথবা ধর্মীয় আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। বিষয়টি জানাজানি হওয়ার পর ফেনীতে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। ফুল হুজুর বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমাম হায়াতের অনুসারী।