
ছবিটির পরিচালক রহমান মনি জানান, এই গুরুত্বপূর্ণ উৎসবে আমাদের দেশের কাজ উপস্থাপন করতে পেরে আমি গর্বিত এবং এই সফলতা শুধু আমার একার নয় এর অংশীদার সকল শিল্পী, কলাকুশলীসহ শুভাকাঙ্ক্ষীরা। এর কারিগরি দিক সহ সবকিছুই সিলেটে হয়েছে এবং প্রযুক্তিগত দিক থেকে এটি উন্নত বিশ্বের হাই-এন্ড প্রোডাক্শনকে অনুসরণ করে। দেশে এর মুক্তিক্ষণ বিশ্ব পরিস্থিতির উপর নির্ভর করবে।
“জীবন সহজ নয়, জটিলও নয়-জীবন জীবনের মতো, আমরাই একে সহজ করি জটিল করি ” এই রকম অসংখ্য জোরালো দার্শনিক বার্তাসহ আবেগ, অনুভূতি, হাঁসি, কান্নায় ভরপুর গল্প নিয়ে এন্সিয়েন্ট মিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমাতে অভিনয় করেছেন যথাক্রমে সাহেদ মোশার্রফ, আবু বকর আল আমিন, পূনম কর পূজা, রওশন রুনা, হানিফ খান, শবনম জেবি, ইসমত হানিফা, ফারুক খান কয়েস, দেবী রাজলাক্শমি তালুকদার, গোলাম হায়দার সিদ্দিক, আনোয়ার হোসাইন, ফারুক আহমেদ, ,খাইরুল ইসলাম, হাবিব উল্লাহ প্রমুখ সহ স্থানীও অনেক গুনি শিল্পী ও কলাকুশলীরা।
প্রোডাক্শন এক্সিকিউটিভঃ ইমরান সানি, মিলাদ বড় ভুঁইয়া।
কারিগরি সহযোগিতাঃ রুবেল প্রোডাক্শন।
সঙ্গীতঃ ওয়াইস উদ্দদিন।
কাহিনী সংক্ষেপঃ গ্রামের একজন লক্ষ্যহীন ও নিঃসঙ্গ পোস্টমাস্টার যিনি তার অফিসের সম্মুখে রাখা পূরাতন ও জরাজীর্ণ লেটারবক্সটি নিয়ে খেলা করেন, কথা বলেন! কারন এর মধ্যে তাঁর অতীত জীবনের অনেক স্মৃতি সংরক্ষণ করা রয়েছে। একদিন অফিস কর্মকর্তাদের দ্বারা বাক্সটি প্রতিস্থাপিত হলে তিনি প্রচণ্ড ভাবে ভেঙ্গে পড়েন এবং অনুভব করেন আপনজন হারানোর বেদনা! একপর্যায়ে তিনি নিজেকে সামলে বাক্সটি পুনরুদ্বারে যাত্রা শুরু করেন এবং পথি মধ্যে কিছু কঠোর সত্যের মুখোমুখি হন যা তিনি সারা জীবন অবহেলা করতেন। আর তা হলোঃ জীবন, ভালবাসা এবং অন্যা মানুষকে সাহায্য করার আনন্দ।