সিলেটপোস্ট ডেস্ক::খুলনায় প্রেমিকযুগলকে প্রকাশ্য দিবালোকে অশ্লীলতার প্রতিবাদ করার কারণে সরকারি বিএল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ আলীকে (৪০) পিটিয়ে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকালে নগরীর দৌলতপুর বিএল কলেজ রোডস্থ সোনালী ব্যাংকের সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে সরকারি বিএল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ আলী প্রতিদিনের মতো কলেজের কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। বিএল কলেজ রোডের সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে তিনি দেখতে পান এক প্রেমিক যুগল বসে অশ্লীল কার্যকলাপ করছে। এ সময় তিনি তাদের সেখান থেকে চলে যেতে বললে প্রেমিক ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনে অজ্ঞাত ৪-৫ জন যুবককে ডেকে নিয়ে আসে। মুহূর্তের মধ্যে তারা শিক্ষক মোহাম্মদ আলীকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও পাথর দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তার মাথায় গুরুতর জখম হয়।
খবর পেয়ে মোহাম্মদ আলীর আত্মীয়স্বজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি-১ বিভাগে ভর্তি করেন। এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, শিক্ষকের ওপর হামলার খবর পেয়ে পুলিশের একটি টিম অপরাধীদের সনাক্তসহ তাদের গ্রেফতারের চেষ্টা করছে। খুব দ্রুত অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হবে।