সিলেটপোস্ট ডেস্ক::মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের দায়ে বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (০৯ মে) দুপুরে গ্রেফতার আওয়ামী লীগ নেতাকে আদালতে প্রেরণ করে সাটুরিয়া থানা পুলিশ। এর আগে সকালে ধর্ষণের দায়ে থানায় মামলা দায়ের করে ওই গৃহবধূ।
গ্রেফতার হওয়া মো. জাহাঙ্গীর আলম বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বরাইদ ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
ধর্ষণের শিকার হওয়া গৃহবধূ উপজেলার দরগ্রাম ইউনিয়নের রৌহা গ্রামের বাবার বাড়িতে থাকতো। তার শ্বশুর বাড়ি মানিকগঞ্জের পালড়া গ্রামে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, গৃহবধূকে ধর্ষণের দায়ে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আর গৃহবধূর মেডিকেল পরীক্ষার জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।