
প্রথমে ধারণা করা হচ্ছিল, বিমানে থাকা মোট ৭ জনের মৃত্যু হয়েছে। বিমানটিতে ২টা ইঞ্জিন থাকলেও এগুলো বিকল হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিপদ আঁচ করতে পেরে বিমান থেকে একাধিকবার সংকেত পাঠানো হয়েছিল। এতে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কথা জানানো হয়।
আহতদের আরেকটি বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে বিধ্বস্ত বিমানটির ছবি ছড়িয়ে পড়েছে। এ দুর্ঘটনা নিয়ে আরো বিস্তর অনুসন্ধান শুরু করা হয়েছে।