জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::সারা দেশে করোনা রোগী বৃদ্ধি পাচ্ছে এর সাথে পাল্লা দিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একদিনে ৩৪
জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। কঠোর লকডাউনের মধ্যে স্বাস্থ্য বিধি না মানায় ও সরকারী নির্দেশনা উপক্ষো করে চলাচল করা দিন দিন করোনা রোগী বৃদ্ধি পাচ্ছে বলে সচেতন জন সাধারন মনে করছেন।
উপজেলা স্বাস্থ্য কম্পেক্স সুত্রে জানা যায়, শনিবার (১০ জুলাই) সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির
ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর মোট ৩৪ জনের করোনা পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে জগন্নাথপুর পৌরসভার ২০জন,কলকলিয়া ইউনিয়নের ২জন, আশারকান্দি ইউনিয়নের ৩জন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে ২জন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ২জন, ,রানীগঞ্জ ইউনিয়নে ২জন, পাটলী ইউনিয়নে ১জন, মিরপুর ইউনিয়নে
১জন ও বিশ্বনাথের বাসিন্দা ১জন। ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর আক্রান্ত ওই ব্যক্তিদের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসুধন ধর জানান, জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত ৩১৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সুস্থ আছেনল২৪৭জন, মৃত্যুবরণ করছেন ২জন। ৬২জন আছেন হোম আইসোলেশনে এবং ৩জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ দিকে কঠোর লকডাউনের ১১তম দিনে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাশ অনুপের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে কঠোর লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি না মানায় ৯টি দোকানকে ৪ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় বাংলাদেশ সেনাবাহিনির সদস্য সহ থানার পুলিশ বাহিনির সদস্যরা উপস্থিত ছিলেন।