সিলেটপোস্ট ডেস্ক::সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির মনোনীত দুই নেতা জুবেদ আমিরী এবং সৈয়দ আমির আলীকে সিলেট বসবাসরত সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের জাতীয়তাবাদী পরিবারের পক্ষথেকে ফুলেল শুভেচছা জানানো হয়।
আজ ৫ই সেপ্টেম্বর রবিবার সিলেট বাগবাড়ি এলাকায় সন্ধা পরবর্তী সময়ে এ আয়োজন অনুষ্টিত হয়েছে।
ফুলেল শুভেচছা জানানোর সময়ে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য মোঃ মিজান কোরেশি, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ মোহাদ্দিস আহমেদ, সিলেট মহানগর যুবদল নেতা মইনুর কোরেশী, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল করিম, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য সৈয়দ সাবির কিবরিয়া, জগন্নাথপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মল্লিক ফাহিম।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র মিসিগান শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিন, সিলেট মহানগর যুবদলের নেতা আহমেদ মোহন, ৯নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রুম্মান আহমেদ, সিলেট সদর উপজেলা যুবদলের সদস্য শামসুদ্দিন, সিলেট মহানগর যুবদলনেতা জিহাদুল ইসলাম রাহাত, সুহেল আহমেদ, আবিদ মিয়া প্রমুখ।