সিলেটপোস্ট ডেস্ক::আপডেট না থাকলে অ্যানড্রয়েড ভার্সন ২.৩.৭-এর চেয়ে কম ভার্সনে চলা অ্যানড্রয়েড স্মার্টফোনগুলো সোমবার (২৭ সেপ্টেম্বর) থেকে বন্ধ হয়ে যাবে।
গুগল সার্ভিস ব্যবহার করতে হলে স্মার্টফোনে অন্তত অ্যানড্রয়েড ভার্সন ৩.০ থাকতে হবে। পুরানো ভার্সনের ব্যবহারকারীরা ব্রাউজারের মাধ্যমে তাঁদের জি-মেইল অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন বলে জানিয়েছে গুগল।
গুগল বলছে, ২৭ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর করবে গুগল। এর আওতায় অ্যানড্রয়েড ২.৩.৭ অথবা কম ভার্সনের অ্যানড্রয়েড ডিভাইসে গুগল অ্যাকাউন্টে লগইন করা যাবে না।
এই ঝামেলা থেকে মুক্তি পেতে ব্যবহাকারীদের ফোন আপগ্রেড করার অনুরোধ জানিয়েছে গুগল।