সিলেটপোস্ট ডেস্ক::পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, উচ্চ রক্তচাপ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে। তিনি বলেন অন্যন্য দেশের তুলনায় আমাদের দেশে উচ্চ রক্তচাপে মৃত্যুর হার বেশী, তাই জনসচেতনতা বাড়িয়ে এই রোগ প্রতিরোধ করতে হবে।
তিনি শুক্রবার সিলেট নগরীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও জালালাবাদ এসোসিয়েন আয়োজিত উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সিলেট জেলায় জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় অধ্যাপক বিগ্রেডিয়ার (অব,)আব্দুল মালিকের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য হাফিজ মজুমদার, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।