সিলেটপোস্ট ডেস্ক::ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া বাড়ানোর ঘোষণায় বাস ধর্মঘট প্রত্যাহার হলেও সিলেটে চলবে না পণ্যবাহী পরিবহন। জ্বালানি তেলের দাম না কমলে ট্রাক চলবে না বলে জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় পরিষদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সিলেটেও চলবে না পণ্যবাহী পরিবহন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই পরিষদের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ ফয়েজ।
জানা যায়, জ্বালানি তেলের দাম না কমা পর্যন্ত ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘট অব্যাহত রাখবে। রোববার বিকেলে বিআরটিএ সদর দফতরে ভাড়া পুনর্নির্ধারণের অনুষ্ঠিত বৈঠকে এ পরিষদের নেতৃবৃন্দ অংশ নেননি। এছাড়া সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।
এ বিষয়ে সাব্বির আহমদ ফয়েজ আরো বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ধর্মঘট প্রত্যাহার করবো না। কেবল তেলের দাম কমলেই ধর্মঘট প্রত্যাহার করবো।
এদিকে, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর ঘোষণায় ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। রবিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে সিলেটসহ সারাদেশে ৪৮ ঘণ্টার বাস-ট্রাক ধর্মঘট শুরু করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন পরিবহন মালিক সমিতি। পরে সেই ধর্মঘটের সময় বাড়ানো হয় ৭২ ঘণ্টা- অর্থাৎ রোববার মধ্যরাত পর্যন্ত। তবে রোববার বিকেলে বিআরটিএ সদর দফতরে ভাড়া পুনর্নির্ধারণের অনুষ্ঠিত বৈঠকে বাস ভাড়া বাড়ানোর ঘোষণায় ধর্মঘট প্রত্যাহার করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।