সিলেটপোস্ট ডেস্ক::রংপুরে একসঙ্গে তিন ছেলে শিশুর জন্ম দিয়েছেন সোহানা পারভিন নামে এক গৃহবধূ।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন তিনি।
সোহানা পারভিন মিঠাপুকুর উপজেলার বৈরাতিহাট পিয়ার এলাকার বাদল মিয়ার স্ত্রী।
জানা যায়, ওই দম্পতির ঘরে ১২ বছরের একটি ছেলে ও ৬ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। এর মধ্যে স্ত্রী সোহানা পারভিন আবারও অন্তঃসত্ত্বা হন। আল্টাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষার পর জানতে পারেন তার গর্ভে তিনটি সন্তান রয়েছে।
পরে এক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে সোহানা পারভিনকে বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন তিনি।
হাসপাতালের চিকিৎসক ড. তুলি বলেন, অপূর্ণ বয়সেই সন্তান ৩টি সিজারের মাধ্যমে জন্ম দেওয়া হয়েছে। এজন্য ৭২ ঘণ্টা না গেলে নবজাতকদের আশঙ্কামুক্ত বলা যাবে না।
পারিবারিক সূত্রে জানা গেছে, ডিগ্রি পাশ করার পর একটি ওষুধ কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভের চাকরি করতেন নবজাতকদের বাবা। এখন একটি ওষুধের দোকানে কর্মচারি হিসেবে কাজ করছেন। নবজাতকদের চিকিৎসা করার মতো আর্থিক সামর্থ্যও তার নেই।
সোহানার স্বামী বাদল মিয়া জানান, তিন সন্তান জন্মের পর তিনি খুশি হলেও তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে কোন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভের একটি চাকরির আকুতি জানান তিনি।