সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ ক্ষুদ্র ও ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ও তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্লাসরুটস এর উদ্যোগে বিগত (৫ নভেম্বর) সিলেট নগরীর উপশহরস্থ আই ব্লক সংলগ্ন মাঠে মাসব্যাপী অনুষ্ঠান শুরু হয়। এরই ধারাবাহিকতায় আগামী শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৫.৩০ মিনিটে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে প্রাপ্তিক উদ্যোক্তার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী করোনাকালীন সময়ে সহজে শর্তে ঋণ প্রদান, গ্লাসরুটস থেকে প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট প্রদান, নারী উদ্যোক্তা সম্মাননা প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন।
অনুষ্ঠানে সিলেটের সকল উদ্যোক্তাদের উপস্থিত থাকার জন্য তৃণমূল নারী উদ্যোক্তাদের সোসাইটি (গ্লাসরুটস) থেকে আবেদন জানানো হয়েছে।