সিলেটপোস্ট ডেস্ক::জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকদের সাথে বি এন পি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ২ জন আহত। এবং বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে আলীগের প্রার্থী মোঃ কুতুব উদ্দিন ও বিএনপির বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বাহারুল আলম বাহারের সমর্থকদের মধ্যে রোববার বিকেলে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহত সফিকুল ইসলাম জানান আমরা একটি সেন্টারে গিয়ে দেখতে পাই উপজেলা ছাত্রলীগের সভাপতি কয়েছ আহমদ ও তার লোকজন দরজা বন্ধ করে ভোট দিচ্ছে। আমরা তাদের প্রতিহত করতে গেলে তারা আমাদের উপর হামলা করে। পরবর্তীতে তারা দলবল নিয়ে ছাত্রদল নেতা মারুফে বাড়িতে আক্রমন করে তার গরু ঘরে আগুন দেয়।
এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বাহারুল আলম বাহার। তবে এই হামলার ঘটনাটি নির্বাচন কেন্দ্রীক নয়; পুরণো বিরোধের জের বলে দাবি করেছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোঃ কুতুব উদ্দিন ছেলে বিপ্লব।
তিনি বলেন, বি এন পির প্রার্থীর লোকজন নির্বাচনী পরিবেশ অশান্ত করে ভোট অনুকুলে নেওয়ার অশুভ পাঁয়তারা চালাচ্ছে। এটি তারই অংশ।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাা বলেন, নির্বাচন কেন্দ্রে তর্ক বিতর্কের সূত্রে হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। সুনির্দিষ্টি অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।