দোয়ারাবাজার প্রতিনিধি::দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠেছে। এব্যাপারে গত ১১ অক্টোবর দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন একই ইউনিয়নের বাসিন্দা মাওলানা মোঃ সিরাজুল ইসলাম। অভিযোগের প্রায় একমাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত এবিষয়ে কোনো তদন্ত হয়নি।
দোয়ারাবাজারে মাদ্রাসার সুপারিনন্টেনডেন্ট নিয়োগে অনিয়মের অভিযোগ
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসা। মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট নিয়োগ বিধি অনুসরণ না করেই নিয়ম বহির্ভূতভাবে নরসিংপুর দাখিল মাদ্রাসার বর্তমান সুপারিনটেনডেন্ট মাওলানা সাদিকুর রহমান নিয়োগ কমিটির স্বাগত জাল করে নিজের নিয়োগ নিজেই প্রদান করেছেন। বর্তমান সুপারিন্টেনডেন্ট এর আগেও মাদ্রাসার বিভিন্ন অনিয়মের কারণে কারাভোগ করেছেন। এর আগে তাঁর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তদন্ত প্রতিবেদন দুর্নীতি দমন কমিশন (দুদক) বিজ্ঞ সিনিয়র স্পেশাল আদালতে দাখিল করেছেন।
অভিযোগে নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার বর্তমান সুপারিন্টেনডেন্ট নিয়োগের এবং মাদ্রাসার সার্বিক বিষয়ের তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার বর্তমান সুপারিন্টেনডেন্ট মাওলানা সাদিকুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। এই মাদ্রাসাটি আমার নিজের হাতে গড়া। নিজের জীবনের ২৫ বছর বিনা বেতনে এই মাদ্রাসায় ব্যয় করেছি, নিজের পৈত্রিক সম্পত্তি এই মাদ্রাসায় দান করেছি। এখানে একটি গ্রুপ আছে তাঁরা আমার ও আমার মাদ্রাসার বিরুদ্ধে শুরু থেকেই ওঠেপড়ে লেগেছে। আমার নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ভাবে সরকারি নিয়ম ও বিধিঅনুযায়ী হয়েছে।’
এব্যাপারে দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি। এখনো তদন্তের হয়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’