শ্রীমঙ্গল প্রতিনিধি::মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধকল্পে স্থানীয় সামাজিক ও সেবামূলক সংগঠন শ্রীমঙ্গল সোসাইটি’র উদ্যোগে গতকাল ২ ডিসেম্বব বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালীঘাট ইউনিয়নের ভূড়ভূড়িয়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সোসাইটির সাধারণ সম্পাদক অনুজকান্তি দাশের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিতা দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, ফাইল, ব্যাগ সহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন উপজেলা সমাজসেবা অফিসার মো. সোয়েব হোসেন চৌধুরী। এসময় শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এবং তাদের মেধা বিকাশের চর্চায় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি স্থানীয়দের পৃষ্ঠপোষকতার কোন বিকল্প নেই উল্লেখ করে বিশদ বক্তব্য রাখেন প্রধান অতিথি। অনুষ্ঠনে সংগঠনের অন্যান্য সদস্যদের সাথে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।