সিলেটপোস্ট ডেস্ক::সিলেট সদর উপজেলার কান্দিগঁাও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্গত মীরেরগঁাওয়ে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল মদিনা তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় কার্পেট প্রদান করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী হাজী মোঃ সাজ্জাদ মিয়া।
শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী হাজী মোঃ সাজ্জাদ মিয়া, দারুল মদিনা তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ নোমান আহমদ, মীরেরগঁাও জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ সাব্বির আহমদ, দারুল মদিনা তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুস সাত্তার, মীরেরগঁাও জামে মসজিদের মোতাওয়াল্লী মোঃ নূরুল ইসলাম, মুরব্বী আব্দুল জলিল, লুতফুর রহমান, কয়সর আহমদ, হাফিজুর রহমান, আকদ্দস আলী, তবারক আলী, নজরুল ইসলাম, কালা মিয়া, রাজন আহমদ প্রমূখ।
দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী হাজী মোঃ সাজ্জাদ মিয়া বলেন, মাদ্রাসা হচ্ছে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে নায়েবে রাসুলরা তৈরী হোন। এধরণের প্রতিষ্ঠান মূলতো জনসাধারণের সহযোগীতায় চলে। এ প্রতিষ্ঠানও সবার সহযোগীতায় চলছে। আমার ব্যক্তিগত পক্ষথেকে যতটুকুন সম্ভব সহযোগীতার চেষ্ঠা করে যাবো। তবে এলাকার বিত্তবানরা যদি এ মাদ্রাসার প্রতি একটু সু-নজরে তাকান তাহলের একটি মহতী কাজ হবে। এবং আখেরাতে নাজাতের জরিয়া হবে। আমরা এই আসনের সংসদ সদস্য, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন মহোদয় ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক মহোদয় এর সাথে আলাপ করবো। যদি কোন সুযোগ সুবিধা হয় তাহলে আশা রাখী মাদ্রাসার উন্নয়ন কাজে সহযোগীতা হবে।