সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, সিলেট মহানগরীর বালুচর জোন শাখার কাউন্সিল-২০২১ আজ ৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বালুচর সাজ্জাদুর রহমান হাফিজিয়া ইভতেদায়ী মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে মাওলানা শাহ ফারুক আহমদ(ফারুকী)’র সভাপতিত্বে ও মোঃ শাফায়েত হোসেনের পরিচালনায়
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আজির উদ্দিন পাশা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগরীর ২১ ওয়ার্ড সভাপতি কাজী জয়নুল ইসলাম মুনিব,২২নং ওয়ার্ড সভাপতি কবি আলিম উদ্দিন আলন,আল-ইসলাহ জোন এর সাবেক সভাপতি আব্দুল বাছিত,হাফিজ নাঈম আহমদ, মাওলানা আব্দুল হালিম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বালুচর এলাকার বিশিষ্ট মুরুব্বি ও সিলেট মহানগরীর বালুচর জোন শাখার সাবেক সহ- সভাপতি মোঃ আব্দুল শহিদ,সাবেক সহসাধারণ সম্পাদক মোঃ লুৎফুর রহমান শিকদারসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্য শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।এরপর সিলেট মহানগরীর বালুচর জোন শাখার কমিটি ঘোষনা করেন নির্বাচন কমিশন মাওলানা মুহাম্মদ আজির উদ্দিন পাশা।
কমিটিতে আব্দুল বাছিত সভাপতি মোঃ শাফায়াত হোসেন সাধারণ সম্পাদক ও মোঃ হাসান আহমদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন নির্বাচন কমিশন মাওলানা মুহাম্মদ আজির উদ্দিন পাশা।বিজ্ঞপ্তি