সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের দক্ষিন সুরমা থানা এলাকার আলমদীন গ্রামের নোমান আহমদ এর দুই বৎসর এর ছেলে আয়ান ও স্ত্রীকে হামলা ও গালিগালাজ করে একদল সন্ত্রাসী।
আজ বোধবার (৮ ডিসেম্বর) এ ঘটনায় দক্ষিন সুরমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নোমান আহমদ এর স্ত্রী রোমানা বেগম(২৬)।
অভিযোগ সুত্রে জানাযায়,অভিযোগকারী রোমানা বেগম (২৬) তার ছেলে আয়ান-কে সিলেট এম এ জি ওসমানী হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে সিএনজি অটোরিক্সা দিয়ে স্বামীর বাড়ী যাচ্ছিলেন। হঠাৎ দক্ষিন সুরমা থানার চন্ডিপুল এলাকার নর্থথইস্ট মেডিকেল কলেজ এর সামনে সিলেট টু জালালপুর রোডে বিকাল ৩টায় ৪টি মটর সাইকেলে আটজন সন্ত্রাসী সিএনজি অটোরিক্সার গতিরোধ করে।তখন অভিযোগকারী রোমানা বেগম ভয় পেয়ে নিজের ছেলেকে কোলে নিয়ে ভয়ে কাপছিলেন আর এদিকে সন্ত্রাসী অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে ভয়ভীতি দেখায়।এ অবস্থা দেখে রোমানা চিৎকার শুরু করতে থাকেন।তার চিৎকার শুনে স্থানীয়রা এসে জড়ো হলে সন্ত্রাসীরা চলে যায়।এরপর এ ঘটনা বিস্তারিত উল্লেখ করে স্থানীয় দক্ষিনসুরমা থানায় গিয়ে রোমানা বেগম একটি সাধারণ ডায়রি করেন।