সিলেটপোস্ট ডেস্ক::সিলেট নগরীতে স্কুল শিক্ষার্থীদের মধ্যে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী ফাইজারের টিকা প্রদান করা হচ্ছে। প্রাথমিক অবস্থায় সিলেটের ২৫ হাজার ৩৯৪ জন স্কুল শিক্ষার্থী এই ভ্যাকসিনের আওতায় আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। টিকা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও শিক্ষকরা।
দেখাগেছে, সিলেট নগরীর বিভিন্ন স্কুলের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদান আজ শুরু হয়েছে। নগরীতে প্রতিদিন চারটি কেন্দ্রে বিভিন্ন স্কুলের মোট ৬ শতাধিক শিক্ষার্থীদের এ টিকা দেওয়া হবে। কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) গত ১৭ অক্টোবর সিলেটের মাধ্যমিকের স্কুল শিক্ষার্থীদের তথ্য চায়। এরই ধারাবাহিকতায় ১২-১৭ বছরের মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের সাড়ে ৩ লাখের তথ্য পাঠানো হয়। এর মধ্যে সিলেট জেলা থেকে ১ লাখ ৭০ হাজার স্কুল শিক্ষার্থীর তথ্য পাঠানো হয়।
করোনা ভ্যাকসিন প্রদান উপলক্ষে সিলেট নগরীর চারটি প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া জন্মনিবন্ধন সনদের বাধ্যবাধকতাও তুলে দেওয়া হয়েছে। এ চারটি স্কুলে অন্যান্য স্কুলের শিক্ষার্থীদেরও ভ্যাকসিন দেওয়া হবে।
একটি বুথে প্রতিদিন ৩০০ জন টিকা দিতে পারবে। এভাবে ৪টি কেন্দ্রের প্রতিটি বুথে ৩০০ জন করে টিকা দিতে পারবে। মহানগরীর ২৫ হাজার ৩৯৪ শিক্ষার্থীকে প্রথম ধাপে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। টিকা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
এদিকে স্কুল শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষকরা।
সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়,প্রধান শিক্ষক শাহ আলম বলেন, দ্রুত সিলেটের সকল শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের।