সিলেটপোস্ট ডেস্ক::অবশেষে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী হাফ ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে ৫ শর্তে দেশের সব মহানগরে (মেট্রো এলাকায়) চলাচলরত বেসরকারি বাসে (সিটি সার্ভিস) এটি কার্যকর হবে।
রোববার (১২ ডিসেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তের প্রেক্ষিতে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৩৪ (২) এ প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
শর্ত ৫টি হলো–
* ভাড়া বিদ্যমান ভাড়ার ৫০ শতাংশ কম হবে।
* শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ইস্যু করা ছবিযুক্ত হালনাগাদ বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে।
* সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বেসরকারি বাসে চলাচলের ক্ষেত্রে শিক্ষার্থীরা এ হাফ ভাড়া দেওয়ার সুযোগ পাবেন।
*শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দিনে হাফ ভাড়া প্রযোজ্য হবে না।
* দূরপাল্লার বাসে হাফ ভাড়া কার্যকর হবে না।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাফ ভাড়া ঢাকা মহানগরে ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে এবং অন্যান্য মহানগর মেট্রো এলাকায় ২০২১ সালের ১১ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে বলে গণ্য করা হবে।