সিলেটপোস্ট ডেস্ক::বেনাপোল(যশোর) ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ৩ বাংলাদেশি তরুনীকে উদ্ধারের পর ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
সোমবার বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা তিন তরুনী হলেন, যশোরের পিয়া খাতুন, বরিশালের বিবি আছিয়া ও ঢাকার কনক মধু।
মানবাধিকার সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়ার প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন জানান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভাল কাজের কথা বলে দালালরা তাদেরকে ভারতে পাচার করে। পরে ভাল কাজ না দিয়ে প্রতারনা করে ঝুকিপূর্ণ পেশায় কাজ করতে বাধ্য করে। পরে ভারতীয় পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে তাদের আশ্রয় হয় ভারতীয় এনজিও সংস্থ্যার শেল্টার হোমে। পরে উদ্ধারকৃতরা বাংলাদেশি কিনা তা যাচাই করে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে ট্রাভেল পারমিটে এরা ফিরে আসছে। এদেরকে আইনী সহয়তা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করবে এনজিও সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ার ও মহিলা আইন জীবি সমিতি।