সিলেটপোস্ট ডেস্ক::১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের স্বাধীনতা ও মুক্তি-সংগ্রামের ইতিহাসের এই দিনটি কালো অধ্যায় হয়ে থাকবে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক আগে দেশের সূর্যসন্তানদের হারানোর দিন। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আল-বদর, আল-শামস পরিকল্পনা করে দেশের বুদ্ধিজীবীদের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়।
পরাজয়ের আগ মুহূর্তে চরম প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেছিল পাকিস্তানিরা। পাকিস্তানি সেনাদের এদেশীয় দালালরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থান থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন পেশার প্রথিতযশা ব্যক্তিদের বাসাবাড়ি থেকে তুলে নিয়ে যায়। বিজয়ের স্বাদ গ্রহণের আগে নিদারুণ যন্ত্রণা দিয়ে রায়েরবাজার ও মিরপুরে বধ্যভূমিতে নিয়ে বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের নির্যাতন ও গুলি চালিয়ে হত্যা করে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহীদ এই বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানায় সমকাল সুহৃদ সমাবেশ, সিলেট জেলা। প্রতি বছরের মতো এ বছরও সুহৃদ সমাবেশ সিলেট শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এ সময় উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশ সিলেট জেলা শাখার সভাপতি সুব্রত বসু, সহ-সভাপতি তমালিকা দত্ত, সাধারণ সম্পাদক সজীব চৌধুরী, সহ সম্পাদক তন্বী দাস, সাংস্কৃতিক সম্পাদক আবির দাস, জেবিয়া বেগম চামেলি, অয়ন্ত্রিকা চৌধুরী প্রমুখ।
এছাড়া সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ, সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য ও লন্ডন ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি মতিয়ার চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের উপদেষ্টা ও সমকালের সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরী, স্টাফ ফটোসাংবাদিক ইউসুফ আলী উপস্থিত ছিলেন।