সিলেটপোস্ট ডেস্ক::নাচে, গানে উতসবে শেষ হলো দেশে প্রথমবারের মতো আয়োজিত স্কাউটের আঞ্চলিক ফ্রেন্ডশীপ ক্যাম্প। সিলেট সন্ধ্যা ও মহাতাবু জলসার মধ্যদিয়ে বৃহস্পতিবার রাতে ভাঙ্গে ৭ শতাধিক স্কাউটের মিলনমেলা।
সমাপনী উতসবে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সিলেট শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর কবির আহমদ, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাপ কবির। অনুষ্ঠানে ভিডিও বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন। তিনি আঞ্চলিক ফ্রেন্ডশীপ ক্যাম্পে অর্জিত বন্ধুত্বের শিক্ষা বিশ্বব্যাপী ছড়িয়ে বাংলাদেশের সুনাম বাড়ানোর তাগিদ দেন।
আঞ্চলিক ফ্রেন্ডশীপ ক্যাম্প সাংগঠনিক কমিটির সভাপতি মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার মুবিন আহমদ জায়গীরদার। ফায়ার ক্যাম্পের মধ্যদিয়ে সিলেট সন্ধ্যা ও মহাতাবু জলসার উদ্বোধন করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা স্কাউটরা দলীয় নাচ, আবৃত্তি, গান ও অভিনয়ে মনোমুগ্ধকর করে তুলে। ফায়ার ক্যাম্পের মধ্যদিয়ে সকল অশুভকে দূর করার প্রয়াস তুলে ধরা হয়।
‘বন্ধুত্ব করি হর্ষে, মুজিব শতবর্ষে’ শ্লোগানকে সামনে রেখে আয়োজিত ২৭ ডিসেম্বর সারাদেশের ৯১টি টিমের অংশগ্রহণে ক্যাম্পের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান।