সিলেটপোস্ট ডেস্ক::পীরজাদী তাহসিনা হোসেইন কমা ২০২১ সালের SSC পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে।সে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করে এ ফলাফল অর্জন করে। খাজাঞ্চি ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মরহুম পীর লিয়াকত হোসেইন এবং মাতা রোশনা বেগম (সহকারী শিক্ষক) এর মেয়ে পীরজাদী তাহসিনা হোসেইন। তাহসিনার নানা মাস্টার মোঃ ইমতিয়াজ আলী(অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক) এবং সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান জালাল আহমদ এর চাচাতো বোন।
“পীরজাদী তাহসিনা হোসেইন কমা” ভবিষ্যতে একজন ডাক্তার হতে চায়। তাহসিনা সকলের নিকট দোয়া পার্থী।
পঠিত :
4
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন