জুড়ী প্রতিনিধি::নতুন বছর মানেই নতুনভাবে জীবন এগিয়ে নেওয়ার স্বপ্ন। ৩১ তারিখে রাত ১২ টার পরপরই ঝলমলে আতসবাজি আর ফানুসের ছড়াছড়ি জানানো দেয় চলে এসেছে নতুন বছর।
ইংরেজি নববর্ষ পালনের অংশ হিসেবে মৌলভীবাজারের জুড়ীতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে, উৎসবমূখর পরিবেশে শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের উত্তর কুচাইথল পুঞ্জিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে নববর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উত্তর কুচাইথল পুঞ্জির প্রধান (মান্ত্রী) এসপারলেস পঃলংয়ের সভাপতিত্বে ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জুড়ী উপজেলা শাখার সদস্য মাইকেল নংরুমের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুড়ীর তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এম এ মুজিব মাহবুব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফ্রিল্যান্স ক্রাইম জার্নালিস্ট এস এম জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, জুড়ী মাইক এন্ড সাউন্ড কল্যাণ সমিতির সভাপতি খোরশেদ আলম, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জুড়ী ফ্যাশন কর্ণারের স্বত্বাধিকারী মাসুম আহমদ, মাহমুদ উদ্দিন ও নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গসহ আরও অনেকে।
শুধু আতসবাজি, ফানুস বা অনুষ্ঠানের মাধ্যমেই নয় গান, বাজনা ও নৃত্যের মাধ্যমে নিজেদের রীতি, সংস্কৃতি মেনে ২০২১ সালকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেয় তারা।